তুমি আমায়

তুমি আমায়

সোহেল মাহরুফ

তুমি আমায় ভাসিয়েছিলে
অথৈ নদী জলে
তল খুঁজিনি সেদিন শুধু
ভেসেছি অতলে
আজকে তুমি অন্য নায়ে
আমি ভাসি জলে।




Comments: