কপাল পোড়া আমি

কপাল পোড়া আমি

সোহেল মাহরুফ

কতোটা আকাশ আর কতোটা শ্রাবণ
আমার বুকে ও চোখে
তুমি দেখোনি।
কতোটা সাগর আর কতোটা পাহাড়
আমি জীবন যাপনে
তুমি দেখোনি।
তাই মেঘের ইশারাতেই দিলে হাল ছেড়ে
ভাসিয়ে আমাকে ফের যুগল চোখের
তুমুল জোয়ারে।




Comments: