অনেক কেটেছে রাত নষ্ট ভাবনায়
ভুলেছি কষ্ট সব অশ্লীল কবিতায়,
শুধু সময়ের হাতে বাঁধা ছিল বলে হৃদয়।
আজ এসেছে সময় আগল ভাঙ্গার-
পাগল হওয়ার,
প্লিজ, দেখিয়ো না অমন অহংকার;
থেকো না দূরে দূরে আর
পুড়ে পুড়ে আমাকে করো না অঙ্গার।
সোহেল মাহরুফ
অনেক কেটেছে রাত নষ্ট ভাবনায়
ভুলেছি কষ্ট সব অশ্লীল কবিতায়,
শুধু সময়ের হাতে বাঁধা ছিল বলে হৃদয়।
আজ এসেছে সময় আগল ভাঙ্গার-
পাগল হওয়ার,
প্লিজ, দেখিয়ো না অমন অহংকার;
থেকো না দূরে দূরে আর
পুড়ে পুড়ে আমাকে করো না অঙ্গার।
Comments: