পাখি ডাকা ভোরে সেই
হৃদয়ের দরজায়
কড়া নেড়ে চলে গেলে
দেখা নাহি দিলে হায়।
স্মৃতি শুধু রেখে গেলে
প্রেম নিয়ে এলে না,
ফাগুন আসে চলে যায়
মনে দাগ ফেলে না।
সোহেল মাহরুফ
পাখি ডাকা ভোরে সেই
হৃদয়ের দরজায়
কড়া নেড়ে চলে গেলে
দেখা নাহি দিলে হায়।
স্মৃতি শুধু রেখে গেলে
প্রেম নিয়ে এলে না,
ফাগুন আসে চলে যায়
মনে দাগ ফেলে না।
Comments: