জানালার বাইরে আকাশের রং নীল,
সারাটা আকাশ জুড়ে তারা জ্বলে ঝিলমিল।
বুকে শুধু তুমি- মানে, তুমি নও
স্মৃতির অঙ্গার,
বেদনার নীলে নীলে
স্বপ্নেরা একাকার।
সোহেল মাহরুফ
জানালার বাইরে আকাশের রং নীল,
সারাটা আকাশ জুড়ে তারা জ্বলে ঝিলমিল।
বুকে শুধু তুমি- মানে, তুমি নও
স্মৃতির অঙ্গার,
বেদনার নীলে নীলে
স্বপ্নেরা একাকার।
Comments: