কেঁদেছি অনেক

কেঁদেছি অনেক

সোহেল মাহরুফ

কেঁদেছি অনেক হেসেছি আবার
পেয়েছি ব্যথা ভুলে গেছি তা
আমি মেনেছি জীবনের সব প্রয়োজন
মিথ্যে হবে সব আয়োজন
আজ পথের শেষে এসে থেমেছে জীবন
জীবন জুড়ে আজ নেমেছে আঁধার
ব্যথায় ব্যথায় শুধু বেড়েছে ব্যথা
চোখের জলে ভাসে স্বপ্নের কথা।

আজ অসীমের পথে শুন্য জীবন
জীবনের পথে ব্যর্থ স্বপন
ভাঙ্গনে ভাঙ্গনে শুধু শিখেছি ভাঙ্গন
দুঃখের কাঁটায় আজ সাজানো জীবন

হেঁটেছি কত পথ হারিয়েছি কত বার
হয়েছে কত ভুল শুধরেছি তা আবার
ভাঙ্গনে ভাঙ্গনে শুধু শিখেছি ভাঙ্গন
দুঃখের কাটায় আজ সাজানো জীবন।


ব্যান্ড: ট্রায়াঙ্গাল
অ্যালবাম: ব্যান্ডমেলা
লেবেল: সংগীতা
প্রকাশকাল: ২০০৭





Comments: