তোমার জন্য

তোমার জন্য

সোহেল মাহরুফ

আমি তোমার জন্য
ছুঁয়েছি আকাশ ছুঁয়েছি মেঘ
আমি তোমার জন্য
পুষেছি বুকে নষ্ট আবেগ
আমি তোমার জন্য
দেখেছি সাগর
ভেসেছি জলে
অচিন পথে হেঁটেছি
তোমায় পাইনি বলে
শুধু তোমার জন্য।।

আমি তোমার জন্য
হয়েছি উদাস ছন্নছাড়া
আমি তোমার জন্য
রাতের আঁধার দিই পাহারা
আমি তোমার জন্য
চাঁদকে ভুলে জোস্না খুঁজি
না পেয়ে তোমায়
গভীর দুঃখে দু’চোখ বুজি

আমি তোমার জন্য
এসেছি এই ধরণী তলে
আমি তোমার জন্য
রয়েছি পড়ে স্বপ্ন ভুলে
শুধু তোমার জন্য।।

শিল্পী: রায়হান ও রন্টি
অ্যালবাম: প্রশ্ন
লেবেল: গানচিল
প্রকাশকাল: ২০১২




Comments:

Lequany : The amount of selenium used in this study is potentially toxic and should only be used under the supervision of a doctor is viagra over the counter usa McMullan et al
mismsteme : Lorenzo huogUFdEcXtT 6 19 2022 accutane hair loss Sex Based Differences in Susceptibility to Severe Acute Respiratory Syndrome Coronavirus Infection