নষ্ট রাখী

নষ্ট রাখী

সোহেল মাহরুফ



ভরা বইষ্যার মাসে
ভিড়াইছিলা তব তরী
মম ভাঙ্গা ঘাটে।
তহন বাসাতে তুমুল ঝড়.,
গাঙ্গেতে জোয়ার;
বুক পাইত্যা রাখছিলাম ভীষণ যতনে।
হেরপর বইষ্যা গেলো
আইলো নবান্নের মাস-
গাঙ শুকালো।
অহন তুমি গেরস্থের উডানে
উড়াও চিডাধান;
আমার বুকে খাঁ খাঁ বিরাণ-
দেহি খালি নীল আসমান।




Comments: