তোমাকে ভুলিনি

তোমাকে ভুলিনি

সোহেল মাহরুফ



  তোমাকে ভুলিনি
এখনও ভুলিনি প্রিয়।
ভোলা যায় ছেঁড়া জামার কষ্ট,
ভোলা যায় পুরনো জুতোর স্মৃতি
কিংবা ভুলে যাওয়া কবিতার কথা;
কিন্তু নিজের সাথে বেঈমানী-
সে কি মানুষে মানায়!
(যদিও বা সময়ে অসময়ে দেখা যায়!)
তবু যে তোমার থেকে তিলে তিলে
আজকের আমি
সেই তোমাকে কী করে ভুলি?




Comments: