এতকাল ছুটেছি শুধু তোমার পানে
সুখের খোঁজে- মনের টানে;
ঐ চোখ- হাসি- ঠোঁট ভালোবেসে
সঁপেছি আমার সকল- যুগল চরণে।
তবু, তুমি শুধু রেখে গেলে সাগরের ঠিকানা।
সোহেল মাহরুফ
এতকাল ছুটেছি শুধু তোমার পানে
সুখের খোঁজে- মনের টানে;
ঐ চোখ- হাসি- ঠোঁট ভালোবেসে
সঁপেছি আমার সকল- যুগল চরণে।
তবু, তুমি শুধু রেখে গেলে সাগরের ঠিকানা।
Comments: