যে আলো পাওনি সূর্যের কাছে
পেতে পারো তা এ চোখে রেখে চোখ।
যে সুখ পাওনি জীবনের কাছে
পেতে পারো তা হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে-
নিতে পারো।
সাজায়ে রেখেছি সব পূজার অর্ঘ্যের মতো;
যদি চাও-
মুহূর্তে হতে পারি বলির পাঁঠা
তবু দূরে থেকে আর
বাড়িও না ব্যাথা।
সোহেল মাহরুফ
যে আলো পাওনি সূর্যের কাছে
পেতে পারো তা এ চোখে রেখে চোখ।
যে সুখ পাওনি জীবনের কাছে
পেতে পারো তা হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে-
নিতে পারো।
সাজায়ে রেখেছি সব পূজার অর্ঘ্যের মতো;
যদি চাও-
মুহূর্তে হতে পারি বলির পাঁঠা
তবু দূরে থেকে আর
বাড়িও না ব্যাথা।
Comments: