বজ্রপাতে বজ্রাহত

বজ্রপাতে বজ্রাহত

সোহেল মাহরুফ


যখন তোমাকে মনে পড়ে এই এলোমেলো পথচলায়-
মুহূর্তেই থমকে যায় যাবতীয় সব
 যেন বজ্রপাতে বজ্রাহত।
কেননা, কী করিনি বলো-
সেই সচল আষাঢ় মাথায় নিয়ে কলেজে যাওয়া,
সেই প্রবল বৈশাখ মাথায় নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে থাকা,
কী করিনি বলো?
তবু তুমি দিলে ছলনা।
সরি, বলে চলে গেলে
ফিরে এলে না।





Comments: