গোলাপ ছলনা জানে না

গোলাপ ছলনা জানে না

সোহেল মাহরুফ



জানি গোলাপটি নিস্পাপ ছিল-
যেমন তোমার কোমল হাত;
তবু সে গোলাপের গায়ে
আজ ছোপ ছোপ কলঙ্কের ছাপ।
যদিও গোলাপ ছলনা জানে না;
তবু, তুমি চলে গেলে-
দিয়ে গেলে তাকে কলঙ্কের মালিকানা।





Comments: