তুমি যখন

তুমি যখন

সোহেল মাহরুফ


একগাদা কবিতা
একরাশ গোলাপের সৌন্দর্য নিয়ে
আমার মাথায় খেলে যায়;
তুষারাবৃত হিমালয়ের শুভ্রতা,
রেইনফরেস্টের সকল সবুজ
আমার চোখের সামনে ভাসমান-
যখন তুমি খোলা চুলে
আমার সম্মুখে মূর্তিমান।




Comments: