তুমি হঠাৎ আকাশের মতো হয়ে গেলে
পাহাড়ের মৌণতা শুষে;
আমি বুঝতে পারি-
ঝর্ণার চলার পথে বাঁধা সেজে বসেছে পাথর,
নদীর চলার পথে জেগেছে চর;
তখন- এলোমেলো হয়ে যায় আমার চরাচর।
সোহেল মাহরুফ
তুমি হঠাৎ আকাশের মতো হয়ে গেলে
পাহাড়ের মৌণতা শুষে;
আমি বুঝতে পারি-
ঝর্ণার চলার পথে বাঁধা সেজে বসেছে পাথর,
নদীর চলার পথে জেগেছে চর;
তখন- এলোমেলো হয়ে যায় আমার চরাচর।
Comments: