অকাল স্বকাল আমার

অকাল স্বকাল আমার

সোহেল মাহরুফ


এ শহর চেনে রাতের নিষিদ্ধ আলো
নিবিড় অন্ধকার,
চেনে কালার কোটেড হেঁয়ালিপনা;
তবু তোমার আমার সরল মনের
সহজ চাওয়া পাওয়া বোঝে না।
তাই দরজার ওপাশে তুমি-
এপাশে আমি
রাত জাগি একাকী- নিঃসীম শূণ্যতায়।




Comments: