মুখবন্ধ

মুখবন্ধ

সোহেল মাহরুফ


কতো আর দেবে যন্ত্রণা তুমি
আনত নয়নে চেয়ে,
কতো আর জাগবো রাত্রি একা
কাঁদবো বেদনা নিয়ে।
প্লিজ, একবার তুমি চাও-
হাতে হাত রেখে জীবন বাঁচাও।
জীবনের দামে আমি
তোমাকে চাই-
দেবী, ছলনা দিও না-
ও চোখের দোহাই।




Comments: