সে এক নারী

সে এক নারী

সোহেল মাহরুফ



সে এক নারী
উঠে এসেছে যেন জীবনানন্দের কবিতা থেকে;
চোখে মুখে হেমন্তের বিমর্ষ বিকেল।
তবুও হেমন্তে আছে ফসল তোলার সুখ-
তাই বুঝি আমায় টেনেছিলো-
তাই বুঝি বড় ভালো লেগেছিলো-
বড় ভালোবেসেছিলাম তার পাখির নীড়ের মতো
কাজলবিহীণ চোখ।
আজও ভালোবাসি পথ থেকে পথে হাঁটা।
অন্ধকারে হারিয়ে যাওয়া তাহার স্মৃতি
বদলে দিলো পৃথিবী আমার রাতারাতি।




Comments: