প্রতিচিত্র

প্রতিচিত্র

সোহেল মাহরুফ



আকাশে উড়ে চিল- ভূমিতে ধূলো
নষ্ট হাওয়া বয় বড় এলোমেলো।
আকাশে তুলো না চোখ- সামনে অন্ধকার-
মানুষ ভুলেছে মহিমা আপন স্বত্তার।
সভ্যতার নামে শুধু কিনেছে অভিশাপ;
নির্ভেজাল অহংকারে লেপটে আছে কলঙ্কের ছাপ।




Comments: