তয় ঠিক আছে

তয় ঠিক আছে

সোহেল মাহরুফ



খারাপ মানুষগুলান কেমুন ভালো অইয়া রয়-
আর ভালো মানুষগুলান খালি নাকানি চুবানি খায়;
তয় ঠিক আছে সব-
কইয়া হক্কলে নিরব-
তয় ঠিক আছে সব।
মাইনষে মাইনষেরে ভালোবাসে-
মাইনষে মাইনষের লাইগ্যা কান্দে হাসে;
তয় স্বার্থের কাছে সব
প্রেম ভালোবাসা অইয়া যায় শব।
অহন সত্য নাই- আছে খালি সত্যের শব-
তয় ঠিক আছে সব।
শকুন, পেঁচাগুলান ঘন ঘন উড়ে
মাইনষের মনের আসমানে-
ন্যায়ের কঙ্কাল পড়ে পড়ে পঁচে সবুজ জমিনে;
সভ্যতা অয় উর্বর-
তয় দূর্গন্ধ ঘোচে না তার-
দিনে দিনে সভ্যতার প্রশ্রয়ে বাড়ে অসভ্যতার ঘাড়।
তয় ঠিক আছে সব-
অহনও দিনে রাইতে হুনা যায় মাইনষের কলরব।
তয় ঠিক আছে সব।
তয়...




Comments: