দিনান্তের শেষে
পথিকের ম্লান পদচিহ্ন ছুঁয়ে ছুঁয়ে
যখন দাঁড়াবে এখানে এসে-
দেখবে বাবলার ফুল তখনও হলুদ,
শালিখের খয়েরি ডানা;
দেখবে আকাশের নীল চোখ-
মেঘের সামিয়ানা।
তবু দেখবে না-
দেখবে না সেই আমাকে।
সামনে তোমার অন্য মানুষ
আমারই মুখোশে।
তবু বুঝবে কি?
বুঝবে কি-
হলুদ পাখি মরলো হঠাৎ
কোন সে অভিমানে?
Comments: