ভালোবাসার সবটুকু

ভালোবাসার সবটুকু

সোহেল মাহরুফ



ভালোবাসার সবটুকু
ভেসে গেলে বেনোজলে
মেয়ে কেন পথে দাঁড়াও
আবার ভালোবাসি বলে!
ঝরে যাওয়া ফুল আর
ঝরে যাও তারা
আপন কক্ষপথে
ফিরে কি তাহারা?
ভুলে যাওয়া পথে তবু
মেয়ে কেন ডাকো?
দূরে থেকে মেয়ে শুধু
মনে ছবি আঁকো।




Comments: