তুমুল প্রতিভায় ভাস্বর
সেইসব বালকেরা একদিন মানুষ হয়-
কেউ ইঞ্জিনিয়ার- কেউ ডাক্তার
কেউ বসে যায় সচিবালয়ের ভারী দরজার আড়ালে-
যেখানে চাঁদের আলোর কোনো অস্তিত্ব নেই
তাদের মনের ডিকশনারিতে,
নেই সবুজের নিমন্ত্রন।
তারা স্বপ্নের গোণে টাকা
আর জাগরণে সাফল্যের ধাপ।
তারাই মানুষ হয়
আমাদের শ্রদ্ধায়- সকলের ভালোবাসায়।
Comments: