আগুন ছিল

আগুন ছিল

সোহেল মাহরুফ


 
আগুন ছিল আগুন ছিল
তরুণ যুবার দুই চোখে
তখন ভীষণ আগুন ছিল
চৈত্র এবং বৈশাখে।
আগুন ছিল পলাশ বনে
আগুন ছিল শিমুলে
আগুন ছিল শেখ মুজিবের
তর্জণীর ঐ আঙ্গুলে।
ইশারাতেই কাপলো স্বদেশ
জাগলো তরুণ বৃদ্ধজন
স্বাধীনতার সংগ্রামে
শহিদ হলো লক্ষ জন।
জান দিলো মান দিলো
বাবা ভাই আর মা ও বোন
তাদের দানেই স্বাধীন বাংলা
স্বপ্ন রঙিন মুক্ত মন।




Comments: