সমীকরণ

সমীকরণ

সোহেল মাহরুফ



শুধু জোছনা দেখেছি, মৌনতা চিনেছি-
শুভ্র স্বপ্নের কথা তাই
তোমাকে বলা হলো না।
বোবা অশ্রু আমার, বোকা চেতনা-
বোঝাতে পারলো না তোমায়
আমার কী যন্ত্রণা।
তুমি যেই তুমি- সেই তুমি
সোনালু রোদে হেঁটে চলে গেলে
আর ফিরলে না।
আমি যেই আমি- সেই আমি
একলা চলি- মরুভূমি
লু হাওয়া থামলো না।






Comments: