প্রেমিকের মন

প্রেমিকের মন

সোহেল মাহরুফ



এইসব দিনগুলি হারাবে যখন রাত্রির আঁধারে,
এইসব উঞ্চতা ঝিমুবে যখন জড়তার ভাঁড়ারে-
তখনও শীতের ভোরে হাত পেতে দেখো-
সূর্য তখনও অকৃপণ;
তোমার মতো অকৃতজ্ঞ রমণীর পায়ে
তখনও কেঁদে যাবে আমার মতো প্রেমিকের মন।






Comments: