শুধু তুমি

শুধু তুমি

সোহেল মাহরুফ



শুভ্রতা দেখে চাঁদের কাছে যাই
কলঙ্ক দেখে পালাই:
সবুজ দেখে বনের কাছে যাই
মৌণতায় ভয় পাই;
শুধু তোমার কাছে- মানে
তুমি ছাড়া আমার গতি নাই।
আমার স্বপ্নের আঙিনা জুড়ে
সুখের সীমানা টানো তুমি;
পবিত্রতার নিশানা ধরে চোখে,
হাসিতে চাঁদ একে-
আমাকে পাগল করো তুমি;
শুধু তোমাকেই খুঁজে পাই
পূর্ণতার পরিপূর্ণ সংজ্ঞায়।




Comments: