তুমি সুন্দর

তুমি সুন্দর

সোহেল মাহরুফ

তোমাকে যতবার দেখি
অবাক অভিভূত হয়ে যাই আমি
তোমার উপমা খোঁজার ব্যর্থ চেষ্টা না করে
তোমাকেই উপমা ভেবে বসি সকল সুন্দরের।
কি আর বলবো!
বৈশাখের সকালে যখন তোমাকে দেখি-
খোঁপায় হলুদ গাঁদার ফুল,
লাল পেড়ে হলুদ শাড়িতে
বুকের তন্ত্রী বলে তুমি সুন্দর।
চৈত্রের দুপুরে যখন তোমাকে দেখি
লোডশেডিং এর দূর্বিষহ নিস্পেষণে
ঘামে ভিজে পুড়ে একাকার-
চোখের রেটিনা বলে তুমি সুন্দর।
যখন বেরোও তুমি সদ্য গোসল সেড়ে
বিদেশী সুঘ্রান মেখে-
নাকের স্নায়ু বলে তুমি সুন্দর।
যখন ঘুম থেকে জেগে উঠে
ফোলাফালা চোখেমুখে-
দাঁড়াও সম্মুখে এসে
সকল স্বত্তা একসাথে বলে তুমি সুন্দর।
তুমি সুন্দর-
বিধাতা পাঠিয়েছেন তোমায়
শুধু আমাকে কাঁদাতে।




Comments: