আজও বসে আছি
নিয়ে স্বপ্ন রাশি রাশি,
অমর কবির বাণী-
“আমি তোমায় ভালোবাসি”।
বাংলাদেশ, আমার স্বপ্ন তুমি,
বাংলাদেশ, আমার জন্মভূমি,
বাংলাদেশ, সেই স্বপ্নের মতো
বাংলাদেশ-
কবে হবে তুমি?
ভাবি হয়নি যা- পঁচিশে
আজ এই ব্যর্থ চল্লিশে;
হবে কি তা- সূবর্ণ পঞ্চাশে!
বাংলাদেশ, সেই স্বপ্নের মতো
বাংলাদেশ-
কবে হবে তুমি?
আজও মানুষ মরে-অনাহারে
আজও জীবন ডোবে- অন্ধকারে
সন্ত্রাসের কালো হাতে- আজও বন্দি স্বদেশ
বাংলাদেশ, সেই স্বপ্নের মতো
বাংলাদেশ -
কবে হবে তুমি?
Comments: