কুয়াশাহীন সকাল তুমি-
মেঘহীন দুপুর,
ছায়াহীন বিকেল তুমি-
তারাভরা রাত।
রাতের মৌণতা তুমি-
জোছনার আলো,
তার কাছে আমার সবকিছু
হয়ে যায় ম্লান- কালো।
মনে হয় প্রদীপ শিখার নিচে আঁধার যেন আমি।
সোহেল মাহরুফ
কুয়াশাহীন সকাল তুমি-
মেঘহীন দুপুর,
ছায়াহীন বিকেল তুমি-
তারাভরা রাত।
রাতের মৌণতা তুমি-
জোছনার আলো,
তার কাছে আমার সবকিছু
হয়ে যায় ম্লান- কালো।
মনে হয় প্রদীপ শিখার নিচে আঁধার যেন আমি।
Comments: