তুমি নেই বলে

তুমি নেই বলে

সোহেল মাহরুফ



দীর্ঘ পৌষরাত
কুয়াশার মাঝে আমি একা-
দেহ মনে অসাড়তা;
তুমি নেই বলেই –
আলোহীন ভুবন আমার
আশাহীন পথ চলা।
তুমি নেই বলেই
বেদনায় এত গভীরতা।







Comments: