গোলাপ জানে
তোমাকে পাওয়ার জন্য- ছিল সে কি সাধনা,
তোমাকে হারিয়ে পেয়েছি কি বেদনা।
চাঁদ জানে
তোমাকে ভেবে আমার রাত জাগার ইতিহাস,
তোমাকে হারিয়ে আমার জলে ভাসা রাতের কথা।
আকাশও জানে
আমার আর্দ্রতা ও নীলাভতার পরিধি।
শুধু তুমি বুঝলে না
আমার একাকীত্বের সীমানা
তোমাকে ছাড়া।
Comments: