স্বপ্নের বাইরে

স্বপ্নের বাইরে

সোহেল মাহরুফ


তোমার স্মৃতি আজও আমায় কুঁড়ে কুঁড়ে খায়;
জ্বলে পুড়ে ছাই হয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়
স্বপ্নের সাজানো ঘর।
কতটা চাওয়া ছিল-
একটা বাড়ি, একটা খামার?
অতটা নয়।
ছোট্ট কুঁড়েঘর- মাথায় গোঁজার ঠাঁই
আর তোমার উঞ্চতা-
এইতো জীবন- আমার স্বপ্নের সীমানা।
তবু, তুমি দেখালে সাগর
চেনালে আকাশ;
-“মাইয়া মানুষ পুরুষের দাসী”
এই বিশ্বাসে
আজ শক্ত প্রাচীরের মজবুত ভিতে
হাসিখুশিময় তোমার বসবাস।




Comments: