তবে কি

তবে কি

সোহেল মাহরুফ



তবে কি জীবন এমনি করে
চলে যাবে কেঁদে কেঁদে,
মিছে আশায় বুক বেঁধে,
এইসব ভুলে ভুলে
আঁধারেতে পথ চলে?
তবে কি জীবন থেমে যাবে
এইখানে এইপথে-
এক চলা পৌষরাতে-
আলোহীন কুয়াশাতে-
একবুক হতাশাতে?
তবে কি তুমি ভাববে আমায়
ভাববে আবার আগের মতো
জড়িয়ে সুখের স্মৃতি যত;
রোদেল দুপুর- সোনালী বিকাল
সমুদ্র সৈকত- পাহাড়ের ঢাল।






Comments:

ixnnlvyrer : Muchas gracias. ?Como puedo iniciar sesion?