যখন আমি বড় অসহায়
রাতের আঁধার কালো সীমানায়
বারে বারে শুধু মনে হয়
এই বেঁচে থাকা কিসের আশায়
জবাব খুঁজি আঁধারে
সুখ স্বপ্নের ভেতরে
বুক ভরা শুধু শুন্যতায়
এই বেঁচে থাকা কিসের আশায়।
কেন শুধু সুখ চাওয়া
কেন শুধু ব্যথা পাওয়া
কেন জ্বালা সয়ে যাওয়া
কেন শেষে চলে যাওয়া।
কেন স্বপ্ন ঝরে যায়
কেন সুদিন চলে যায়
কেন স্মৃতি জেগে রয়
কেন হৃদয় কাঁদে হতাশায়।
শিল্পী: রায়হান
অ্যালবাম: প্রশ্ন
লেবেল: গানচিল
প্রকাশকাল: ২০১২
Comments: