একদিন কবিতাকে ভালোবেসে
ভুলেছিলাম রঙিন কাগজ, নারী
আর পায়ের নিচে মাটির প্রয়োজন।
তবু সুস্বাস্থ্যের জন্য
কবিতারও আছে পুষ্টির প্রয়োজন।
তাই তেলে জলে মেলাতে
আজ ব্যস্ত এই মন।
সোহেল মাহরুফ
একদিন কবিতাকে ভালোবেসে
ভুলেছিলাম রঙিন কাগজ, নারী
আর পায়ের নিচে মাটির প্রয়োজন।
তবু সুস্বাস্থ্যের জন্য
কবিতারও আছে পুষ্টির প্রয়োজন।
তাই তেলে জলে মেলাতে
আজ ব্যস্ত এই মন।
Comments: