কী এক মরণ নেশা আমাকে কুঁড়ে কুঁড়ে খায় সারাক্ষণ,
নিথর করে দেয় দেহমন;
নিজের হাতে গড়া স্বপ্নীল প্রাসাদ
মুহূর্তে নিজেই করি চুরমার।
অবশেষে সঙ্গম শেষে ক্লান্ত যুগলের মতো
তৃপ্ত অথচ অবসন্ন চোখে
চেয়ে দেখি আমার তান্ডব।
তারপর কেঁদে উঠি অবুঝ শিশু...
যে নদীর জলে সরস ভূমি
সেই নদীই যদি গ্রাস করে তাকে
তবে অপবাদ দেবে কার?
আমিতো নিজের চোখের জলে
করেছি উর্বর জীবনের অঙ্গন-
আজ ছারখার করছি নিজে;
থাক তোমার স্মৃতি- বলো কী যায় আসে?
প্রাচীন কবির রক্ত ছুঁয়ে করেছিনু শপথ
আমি এক উদ্যমী প্রেমিক;
অথচ প্রেম দিয়ে যখন প্রতারণা শেখালে
দেখালে ভাঙ্গন,
কী আর দিতে পারি বলো
ভাঙ্গনের বদলে।
Comments: