হাতেতে গোলাপ ছিল- গোলাপে কাঁটা,
কাঁটায় বিষ ছিল- বিষে বড় জ্বালা-
জ্বালায় জ্বালায় বুকে রক্তক্ষরণ।
রক্তের কণা জুড়ে কষ্টের নীল,
চোখের জমিন এখন বর্ষার বিল।
শুধু বোঝেনি বলে আমায়
সে রাখেনি বলে কথা।
সোহেল মাহরুফ
হাতেতে গোলাপ ছিল- গোলাপে কাঁটা,
কাঁটায় বিষ ছিল- বিষে বড় জ্বালা-
জ্বালায় জ্বালায় বুকে রক্তক্ষরণ।
রক্তের কণা জুড়ে কষ্টের নীল,
চোখের জমিন এখন বর্ষার বিল।
শুধু বোঝেনি বলে আমায়
সে রাখেনি বলে কথা।
Comments: