ভালোবাসা

ভালোবাসা

সোহেল মাহরুফ


ভালোবাসা মানে-
হাসতে জানা,
কাঁদতে জানা,
ভাসতে জানা জলে।
ভালোবাসা মানে-
স্বপ্ন দেখা,
পত্র লেখা,
স্মৃতি নিয়ে বাঁচতে শেখা।
ভালোবাসা মানে- ভালোবাসা
তার আনাড়িপনা,
অকারণ হাসি,
অর্থহীন বাঁচালিপনা।





Comments: