জবানবন্দি

জবানবন্দি

সোহেল মাহরুফ


কবিতার চেয়ে বেশি জীবন,
জীবনের চেয়ে বেশি-
বেশি ছিলে তুমি।
তবু নিয়তির টানে আজ
উল্টো পথে আমি।
ভালোবাসা মানে শুধু-
মানে ছিল সুখ আর সুখ-
তবু দুঃখের ঝড়ে আজ
ভেঙ্গে যায় বুক।
বুকের ভেতরে ঝড়
বেদনা করেছে ভর
হাওয়ায় হাওয়ায়।
বদলাতে চেয়েছি আমায়
তোমার চাওয়ায়
কিন্তু আমার চাওয়ায় তোমার
কী- বা আসে যায়!
তাই ভালোবাসা শুধু স্মৃতি হয়ে-
আমাকেই কাঁদায়।





Comments: