স্বপ্নভঙ্গ

স্বপ্নভঙ্গ

সোহেল মাহরুফ




তখন ভেবেছি তুমি তাজমহল,
আমি যমুনার জল;
বুকে নিয়ে তোমাকে হবো বহমান।
কখনও ভেবেছি তুমি চাঁদের আলো
আমি পথের ধূলো;
তোমার আলোয় আমি ফিরে পাবো প্রাণ।
প্রাণ রয়েছে দেহে
মনে টানাটানি-
নিশুতির আঁধারে বুকে স্মৃতির কানাকানি।





Comments: