শুধু ভালোবাসার জন্য এতকাল-
হৃদয় ছুঁয়েছে সাগরের তল-
আকাশে ঠেকেছে চোখ,
উল্টো পথে চলতে গিয়ে
হৃদয়ে লেগেছে চোট।
অবশেষে সবশেষে
চোখ-মুখ ও মন-
চাইছে তোমাকে।
প্লিজ, বন্ধ রেখো না তোমার বন্দর-
খোলো দ্বার- দেখাও অন্দর;
খানিক জিরোতে চাই
বিশ্বাসের ছায়াতলে।
প্লিজ, মুছে দাও ক্লান্তির ছাপ
তোমার শাড়ির আঁচলে।
Comments: