কবিতা লিখবো বলেই
একদিন মাতাল হয়েছি
বুনো বৃষ্টিতে- ঝড়ো হাওয়ায়।
কবিতা লিখবো বলেই
একদিন ভালোবেসেছি
কারো চোখ- কারো ঠোঁট
অথবা আরও কিছু...
অথচ তোমাকে ভালোবেসেই
কবিতা চিনেছি
আঁধারে না ডুবে- জোছনা ছুঁয়েছি
তুমি কি জানো মেয়ে
তার কোনো কিছু!
সোহেল মাহরুফ
কবিতা লিখবো বলেই
একদিন মাতাল হয়েছি
বুনো বৃষ্টিতে- ঝড়ো হাওয়ায়।
কবিতা লিখবো বলেই
একদিন ভালোবেসেছি
কারো চোখ- কারো ঠোঁট
অথবা আরও কিছু...
অথচ তোমাকে ভালোবেসেই
কবিতা চিনেছি
আঁধারে না ডুবে- জোছনা ছুঁয়েছি
তুমি কি জানো মেয়ে
তার কোনো কিছু!
Comments: