রমণীরা চলে যায়
নীল ছায়া ফেলে;
মন কাঁদে- একা চলে
পথ ভুলে ভুলে।
জীবন নীলে নীলে - ভীষণ নীলময়;
শাঁড়ির আঁচল তবু খুঁজে ফেরে এ হৃদয়।
সোহেল মাহরুফ
রমণীরা চলে যায়
নীল ছায়া ফেলে;
মন কাঁদে- একা চলে
পথ ভুলে ভুলে।
জীবন নীলে নীলে - ভীষণ নীলময়;
শাঁড়ির আঁচল তবু খুঁজে ফেরে এ হৃদয়।
Comments: