এলবামে চোখ আর চোখ ভরা জল,
গাল বেয়ে জল পড়ে বুকে বেদনার ঢল।
যদিও আমিও ফের বেদনা পাবো তোমার অশ্রুতে;
তবু আলোর মানে যদি হয় আগুন-
পতঙ্গ কি ঝাপ দেয় না তাতে?
আমিও না হয় চিনিয়ে যাবো নিজেকে।
সোহেল মাহরুফ
এলবামে চোখ আর চোখ ভরা জল,
গাল বেয়ে জল পড়ে বুকে বেদনার ঢল।
যদিও আমিও ফের বেদনা পাবো তোমার অশ্রুতে;
তবু আলোর মানে যদি হয় আগুন-
পতঙ্গ কি ঝাপ দেয় না তাতে?
আমিও না হয় চিনিয়ে যাবো নিজেকে।
Comments: