ডিসি হিলে কয়টি গাছ আছে-
এখন বলতে না পারলেও তখন হয়তো পারতাম;
ফয়েজলেকের কোন জায়গাটা নির্জনতম
এখন না চিনলেও তখন চিনতাম-
যখন তুমি ছিলে- স্বপ্ন ছিল
আশা ছিল-
আশা ছিল...
আশাইতো মানুষের ভরসা।
নইলে চরম দুঃখ দিয়ে চলে গেলে তুমি
তবু, ভুল ভাঙ্গবে তোমার-
ফিরে আসবে আবার-
রাত জেগে তা ও ভাবতে ভাল লাগে।
Comments: