তোমাকে ভালোবাসি

তোমাকে ভালোবাসি

সোহেল মাহরুফ



তোমাকে বলিনি কখনও- ভালোবাসি,
বলিনি, মধুর লাগে তোমার মুখের হাসি;
তবু তোমাকে ভালোবাসি।
ভালোবাসা কি শুধু চারটে বর্ণ
কিংবা একটু তোষামোদী;
প্রেয়সী কি হবে শুধু আহ্লাদী, আমোদী?
কিন্তু তোমায় চাই যে আমি নিবিড় করে
আলোয় ভরা রঙিন ভোরে,
তেমনি আবার অন্ধকারে।
তাই হয়নি বলা ভালোবাসি তেমন করে
ভয়টা শুধু মার খেতে পারি বাজার দরে;
তবু ভালোবাসি তোমায় আমি
ভেতরে ভেতরে।






Comments: