রঙিন শহর

রঙিন শহর

সোহেল মাহরুফ



আকাশ যেন অন্যরকম
বাতাস এলোমেলো,
দম বেঁধে যায় বুকের কাছে
যম বুঝি এলো এলো।
হৃদয় যেন খাঁচার পাখি
শখের পোষা ময়না,
চাওয়া পাওয়ার হিসেব ছাড়া
মোটেই কথা কয় না।
চোখের পরে ঠুলি আঁটা
নানান রকম রঙে,
আসল নকল যায় গুলিয়ে
সকলি এক সঙ্গে।
রঙিন শহর রঙিন ভেবে
সবাই ছুটে আসে
এই শহরের নষ্ট হাওয়া
সবাই ভালোবাসে।






Comments:

pamgrdpfpy : Muchas gracias. ?Como puedo iniciar sesion?