বসে আছি বিষন্নতার চূড়ান্ত মোহণায়
নিমজ্জনের অপেক্ষায়;
যদি চাও তবে তাই হবে।
নয়ত আবার আসবো ফিরে
ডি,সি, হিল- ফয়েজলেক,
জি,ই, সি’র মোড়ে;
আবার বলবো- ধরে দেবো আকাশের চাঁদ,
গেঁথে দেবো তারার মালা;
যদি হাত বাড়াও
ভুলে গিয়ে হয়ে যাওয়া ভুল।
জেনো বদলাইনি আমি আজও একটুও একচুল।
Comments: