একদিন থেমে যাবে সব
এই জীবনের যত কলরব,
হৃদয়ের যত হাসি গান,
চেপে রাখা ক্ষোভ অভিমান।
একদিন থেমে যাবে সব।
জোছনা ধরা দেবে চোখে হয়ে রংহীন
রইবে পড়ে সমুখে যত আঁধারের দিন।
একদিন থেমে যাবে সব।
এ নদী সেদিনও বয়ে যাবে ধীরে ধীরে
গন্তব্য খুঁজে খুঁজে হারাবে সাগরে;
তবু এই মন থেমে যাবে হঠাৎই এসে
সব অভিমান অপমান ভুলে নিমেষে।
এ আকাশ সেদিনও রইবে সুনীল
নীড় খুঁজে উড়ে যাবে ধূসর গাঙচিল;
তবু এই আমি থাকবো না এই জনপদে
বেঁচে রবো স্মৃতির আঁধার জগতে।
একদিন থেমে যাবে সব।
Comments: